ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্থগিত

আপলোড সময় : ৩১-১২-২০২৫ ০৮:৫১:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩১-১২-২০২৫ ০৮:৫১:৫৭ পূর্বাহ্ন
 

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ঘাট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।
 

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, মধ্যরাত থেকেই চ্যানেলে ঘন কুয়াশা ছড়িয়ে পড়ায় ফেরিগুলোর গতি মারাত্মকভাবে কমে যায়। কুয়াশা তীব্র আকার ধারণ করলে বিকন বাতি ও নৌপথের মার্কিং পয়েন্ট দৃশ্যমান না থাকায় ফেরিগুলো নিরাপদ দূরত্বে নোঙর করে রাখতে হয়। এ সময় দৌলতদিয়া প্রান্তে অন্তত পাঁচটি ফেরি যাত্রী ও যানবাহনসহ ঘাটে অবস্থান নেয়।
 

দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন বলেন, “নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে আবহাওয়া অনুকূলে থাকলে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে।”
 

শীত মৌসুমে পদ্মা নদীতে কুয়াশা বেড়ে গেলে এই রুটে ফেরি চলাচল ব্যাহত হওয়া নিয়মিত ঘটনা। তবে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকলে দুই পাড়ের ঘাটে শত শত যাত্রীবাহী ও পণ্যবাহী পরিবহন আটকে পড়ে দুর্ভোগে পড়ার আশঙ্কা থাকে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]