খালেদা জিয়ার জানাজা: যাতায়াত নির্বিঘ্ন করতে মেট্রোরেলের ‘বিশেষ সার্ভিস’

আপলোড সময় : ৩১-১২-২০২৫ ০৩:০০:৪৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩১-১২-২০২৫ ০৩:০০:৪৭ পূর্বাহ্ন
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশগ্রহণকারী মুসল্লিদের যাতায়াত সহজ ও দ্রুত করতে বিশেষ মেট্রোরেল সার্ভিস পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) নিয়মিত সময়সূচির পাশাপাশি এই অতিরিক্ত সার্ভিসগুলো চালু থাকবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে ডিএমটিসিএল-এর পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জানাজায় বিপুল সংখ্যক মানুষের সমাগম ও সম্ভাব্য যানজট বিবেচনায় রাষ্ট্রীয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
ডিএমটিসিএল-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সাধারণ মানুষের শেষ শ্রদ্ধা নিবেদন এবং জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে ডিএমটিসিএল এই বিশেষ পদক্ষেপ নিয়েছে। বুধবার সারা দেশে সাধারণ ছুটি থাকলেও সাধারণ মানুষের যাতায়াতের কথা চিন্তা করে মেট্রোরেলের এই বাড়তি ট্রিপগুলো পরিচালিত হবে। মূলত সংসদ ভবন ও এর আশপাশের স্টেশনগুলোতে মুসল্লিদের বাড়তি চাপ সামাল দিতেই এই বিশেষ ব্যবস্থা। জানাজা শেষেও মুসল্লিরা যাতে দ্রুত ও সুশৃঙ্খলভাবে ফিরে যেতে পারেন, সেজন্য সার্ভিসটির বিশেষ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
 
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সিসিইউ ও পরবর্তীতে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। নিউমোনিয়ার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের জটিলতায় ভুগছিলেন। আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]