খালেদা জিয়ার জানাজা: বুধবার সকাল ৭টা থেকে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

আপলোড সময় : ৩১-১২-২০২৫ ০২:৪২:২৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩১-১২-২০২৫ ০২:৪২:২৬ পূর্বাহ্ন
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজায় বিপুল সংখ্যক মানুষের সমাগম বিবেচনায় রেখে রাজধানীর সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার সকাল ৭টা থেকে জানাজা শেষ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ অথবা ডাইভারশন কার্যকর থাকবে।
 
ডিএমপির নির্দেশনা অনুযায়ী, জানাজা চলাকালীন নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সংসদ ভবনের চারপাশের প্রধান সড়কগুলোতে সাধারণ যানবাহন চলাচল সীমিত রাখা হবে। বিশেষ করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোড র‍্যাম্প দিয়ে গাড়ি নামা বন্ধ থাকবে; চালকদের বিকল্প হিসেবে এফডিসি র‍্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া সোনারগাঁও মোড় থেকে ফার্মগেট বা বিজয় সরণি অভিমুখী যাতায়াত এবং কাজী নজরুল ইসলাম এভিনিউ যতটা সম্ভব এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে পুলিশ। মিরপুর ও গাবতলী থেকে আগত যানবাহনগুলোকে মানিক মিয়া এভিনিউ এড়িয়ে শ্যামলী ও আগারগাঁও হয়ে বিকল্প পথে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।
 
শহরের সার্বিক যানজট নিয়ন্ত্রণে রাখতে ফার্মগেট পুলিশ বক্স, বিজয় সরণি, উড়োজাহাজ ক্রসিং, আসাদগেট, রাপা প্লাজা এবং গণভবন ক্রসিং পয়েন্টগুলোতে বিশেষ ডাইভারশন থাকবে। ফলে রাপা প্লাজা থেকে গণভবন এবং বিজয় সরণি থেকে লেক রোড হয়ে চলাচলকারী রাস্তাগুলো বন্ধ থাকবে। জানাজায় অংশগ্রহণকারীদের যানবাহন পার্কিংয়ের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দিয়েছে ডিএমপি। ঢাকা মহানগরের গাড়িগুলো পুরাতন বাণিজ্য মেলার মাঠে পার্কিং করতে হবে। এছাড়া ঢাকার বাইরে থেকে আসা বাস ও অন্যান্য যানবাহন মতিঝিল, শাহবাগ, উত্তরা ১৭ নম্বর সেক্টর এবং পূর্বাচলের ৩০০ ফিট সার্ভিস রোডে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]