নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০শে ডিসেম্বর) সকালে উপজেলার মানিকপুর কলাবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাটোরের নলডাঙ্গা উপজেলার বৈদ্যবেলঘড়িয়া এলাকার ফরজ আলীর ছেলে সোহাগ হোসেন ও টাঙ্গাইল জেলার নাগোরপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের ওহেদ আলীর ছেলে বিপ্লব হোসেন।
তারা দুজনই ‘তাকওয়া ফুড অ্যান্ড বেভারেজ’ কোম্পানিতে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ এবং নিহতদের মধ্যে সোহাগ দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানের চালক ও বিপ্লব হোসেন ওই প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি ছিলেন।