ভারত থেকে আরও ৫০ হাজার টন চাল কিনছে সরকার

আপলোড সময় : ৩১-১২-২০২৫ ০১:১১:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩১-১২-২০২৫ ০১:১১:০৩ পূর্বাহ্ন
দেশের সরকারি খাদ্য মজুত শক্তিশালী করতে এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভারত থেকে আরও ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সেদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সর্বনিম্ন দরদাতা হিসেবে ভারতীয় প্রতিষ্ঠান ‘বগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড’ এই চাল সরবরাহ করার কার্যাদেশ পেয়েছে।
 
বিস্তারিত তথ্যানুযায়ী, ২০২৫-২০২৬ অর্থবছরে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে আন্তর্জাতিক উৎস থেকে মোট ৯ লাখ মেট্রিক টন চাল আমদানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই লক্ষ্যমাত্রা অর্জনে এবং খাদ্যবান্ধব কর্মসূচি সচল রাখতে নতুন করে এই ৫০ হাজার টন চাল সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়। আন্তর্জাতিক এই দরপত্রে মোট ৬টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে, যার মধ্যে কারিগরি ও আর্থিকভাবে ভারতের বগাদিয়া ব্রাদার্স সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হয়। প্রতি মেট্রিক টন ৩৫৯.৭৭ মার্কিন ডলার হিসেবে এই চাল আমদানিতে মোট ব্যয় হবে ১ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ৫০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২২০ কোটি ৫ লাখ ৩৩ হাজার ২০৫ টাকা। সেই হিসেবে প্রতি কেজি চালের আমদানি মূল্য পড়বে ৪৪ টাকা ১ পয়সা।
 
উল্লেখ্য যে, বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার নিয়মিতভাবে আমদানির ওপর জোর দিচ্ছে। এর আগে গত ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত বৈঠকে ভারত ও পাকিস্তান থেকে ১ লাখ মেট্রিক টন চাল কেনার অনুমোদন দিয়েছিল ক্রয়সংক্রান্ত কমিটি। সেখানে ভারত থেকে প্রতি কেজি ৪৩ টাকা ৫১ পয়সা দরে সেদ্ধ চাল এবং পাকিস্তান থেকে ৪৮ টাকা ৩০ পয়সা দরে আতপ চাল সংগ্রহের সিদ্ধান্ত হয়েছিল। ধারাবাহিকভাবে চাল আমদানির এই সিদ্ধান্ত দেশের ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]