খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা, ঢাকায় আতশবাজি ও র‍্যালি নিষিদ্ধ

আপলোড সময় : ৩০-১২-২০২৫ ০৮:৩৬:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১২-২০২৫ ০৮:৩৬:৪৮ অপরাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। শোক পালনকালীন সময়ে রাজধানী ঢাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো ও রাজনৈতিক বা সাংস্কৃতিক র‍্যালি নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
 


মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩১ ডিসেম্বর (বুধবার) থেকে ২ জানুয়ারি (শুক্রবার) পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।
 

রাষ্ট্রীয় শোক উপলক্ষে ডিএমপি অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং–III/৭৬) এর ২৮ ও ২৯ ধারার আলোকে ঢাকা মহানগর এলাকায় বিশেষ নিরাপত্তা ও নিয়ন্ত্রণমূলক নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়, শোক পালনকালীন সময়ে মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
 

একই সঙ্গে উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‍্যালি কিংবা শোভাযাত্রা আয়োজন করা যাবে না। পাশাপাশি উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো বা জনদুর্ভোগ সৃষ্টি করে এমন যেকোনো কর্মকাণ্ড থেকেও সবাইকে বিরত থাকতে বলা হয়েছে।
 

ডিএমপির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামীকাল বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে। দাফন কার্যক্রম চলাকালে সমাধিস্থল এলাকায় সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ থাকবে।
 

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং রাষ্ট্রীয় শোকের মর্যাদা বজায় রাখতে নগরবাসীকে এসব নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]