বরিশাল-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অবসরপ্রাপ্ত সেনা ক্যাপ্টেন, ভোটারদের মধ্যে আলোচনা

আপলোড সময় : ৩০-১২-২০২৫ ০৩:৩৬:১৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-১২-২০২৫ ০৩:৩৬:১৫ পূর্বাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম খান মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার বিকেলে বরিশালের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. খাইরুল আলম সুমনের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেন।
 

মনোনয়ন দাখিলের খবর দ্রুত বাকেরগঞ্জ উপজেলায় ছড়িয়ে পড়লে অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তাকে ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সাধারণ ভোটার তাকে ‘ক্লিন ইমেজের প্রার্থী’ হিসেবে উল্লেখ করে তার প্রার্থিতাকে ইতিবাচকভাবে দেখছেন বলে মত প্রকাশ করেছেন।
 

ভোটারদের একাংশ সামাজিক মাধ্যমে লিখেছেন, দলীয় পরিচয়ের বাইরে একজন গ্রহণযোগ্য ও সৎ জনপ্রতিনিধির প্রয়োজন রয়েছে, যিনি দীর্ঘদিন অবহেলিত থাকা বাকেরগঞ্জ উপজেলার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। অতীতে অর্থ ও দলীয় প্রভাবের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রত্যাশিত উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন বলেও কেউ কেউ মন্তব্য করেছেন।
 

এ বিষয়ে অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম খান বলেন, জনগণের অনুরোধ ও প্রত্যাশার ভিত্তিতেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, জনগণের ভোটে নির্বাচিত হলে বাকেরগঞ্জের অবহেলিত জনপদের উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার অঙ্গীকার রয়েছে তার। এ জন্য তিনি সবার দোয়া ও সমর্থন কামনা করেন।
 

উল্লেখ্য, বরিশাল-৬ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচনী তফসিল অনুযায়ী যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]