দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান তারেক রহমানের, জনভোগান্তি না করার নির্দেশ

আপলোড সময় : ২৯-১২-২০২৫ ১১:০০:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১২-২০২৫ ১১:০০:৫০ অপরাহ্ন

সবাইকে সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রেও সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন জীবন যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে নেতাকর্মীদের সচেতন থাকতে হবে।

সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, কোনো আনুষ্ঠানিক কর্মসূচি না থাকায় সড়ক বন্ধ করে রাখার কোনো যৌক্তিকতা নেই এবং যত দ্রুত সম্ভব রাস্তা ছেড়ে দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে হবে।

তারেক রহমান বলেন, দেশ পুনর্গঠনের দায়িত্ব সবার। যার যতটুকু সামর্থ্য রয়েছে, সেই অনুযায়ী দেশের জন্য কাজ করা উচিত। তিনি দৈনন্দিন ছোট ছোট দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরে বলেন, রাস্তায় পড়ে থাকা ময়লা বা কাগজ সরিয়ে দেওয়ার মতো সাধারণ কাজের মাধ্যমেও দেশ গঠনে ভূমিকা রাখা সম্ভব।

তিনি আরও বলেন, এ ধরনের ক্ষুদ্র কিন্তু ধারাবাহিক উদ্যোগের মধ্য দিয়েই একটি পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও বাসযোগ্য দেশ গড়ে তোলা যায়। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনের দিকেও নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় তারেক রহমান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]