ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আজ শেষ মনোনয়নপত্র দাখিল, প্রায় ৩ হাজার প্রার্থী মাঠে

আপলোড সময় : ২৯-১২-২০২৫ ১১:৫৭:০৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-১২-২০২৫ ১১:৫৭:০৫ পূর্বাহ্ন

আজ রোববার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের নির্ধারিত সময়সীমা শেষ হচ্ছে। এদিন দেশের বিভিন্ন জেলা ও নির্বাচনী এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন, যার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো।

নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সারাদেশে প্রায় তিন হাজার প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়ন দাখিলের সময় প্রার্থীদের সঙ্গে তাদের প্রস্তাবক ও সমর্থকরাও উপস্থিত ছিলেন। এ উপলক্ষে প্রার্থীরা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক নির্বাচনের অঙ্গীকার ব্যক্ত করেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইসি কর্মকর্তারা জানান, ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। ওই সময়সীমা শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। কোনো একটি আসনে একই রাজনৈতিক দল থেকে একাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলে, নির্ধারিত সময়ের মধ্যে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী একজনকে চূড়ান্ত করতে হবে।

নির্বাচন কমিশন আশা করছে, নির্ধারিত সময়সূচি অনুসরণ করে সব ধাপ সম্পন্ন হলে নির্বাচন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে, যা গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি জনআস্থা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]