হাদি হত্যার বিচার হবে এই সরকারের মেয়াদেই, ৭ জানুয়ারির মধ্যে চার্জশিট: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপলোড সময় : ২৮-১২-২০২৫ ১০:৪৫:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১২-২০২৫ ১০:৪৫:১৯ অপরাহ্ন
জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদেই সম্পন্ন করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২৮ ডিসেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এই চাঞ্চল্যকর মামলার তদন্ত এখন চূড়ান্ত পর্যায়ে এবং আগামী ৭ জানুয়ারির মধ্যে আদালতে চার্জশিট দাখিল করা হবে। মামলাটির দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে এটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিফিংয়ে মামলার উল্লেখযোগ্য অগ্রগতির চিত্র তুলে ধরে জানান, এ পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মূল হোতা ফয়সাল করিম মাসুদের বাবা, মা, স্ত্রী, শ্যালক এবং প্রেমিকাও রয়েছেন। এছাড়া তদন্তের অংশ হিসেবে ৫৩টি ব্যাংক অ্যাকাউন্টের বিপরীতে মোট ২১৮ কোটি টাকার স্বাক্ষরিত চেক জব্দ করা হয়েছে, যা এই হত্যাকাণ্ডের নেপথ্যে কোনো গভীর আর্থিক ও রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ইতিমধ্যে ঘটনায় ব্যবহৃত বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন এবং সিসিটিভি ফুটেজসহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে।
 
উপদেষ্টা আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ জন আসামি এবং ৪ জন সাক্ষী ইতিমধ্যে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই সভায় তিনি রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বলেন, দলগুলোর ভেতর ফ্যাসিবাদের দোসর ও সুযোগসন্ধানীরা খোলস পাল্টে প্রবেশ করার চেষ্টা করছে। এদের চিহ্নিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ দেন তিনি। এছাড়া দেশব্যাপী পরিচালিত 'অপারেশন ডেভিল হান্ট' অভিযানে ২২ হাজার ৩শ’র বেশি গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের তথ্যও তিনি সংবাদ সম্মেলনে প্রদান করেন। 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]