
ইউক্রেনে গত মঙ্গলবার রাতভর ৭ শতাধিক ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এছাড়া ড্রোনের পাশাপাশি ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে রুশ বাহিনী।
তবে ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ড্রোন ও মিসাইলের বেশিরভাগই ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে কিয়েভ দাবি করেছে। খবরটি নিশ্চিত করেছে রয়টার্স।
এই বার্তাসংস্থাটি বলছে, রাশিয়া এক রাতে ইউক্রেনের ওপর রেকর্ড সংখ্যক ৭২৮টি ড্রোন এবং ১৩টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী। বুধবার এক বিবৃতিতে তারা এই তথ্য জানায়।
ইউক্রেনীয় বিমান বাহিনীর দাবি, ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৭১৮টি ড্রোন ও ৭টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে।
টেলিগ্রাম প্ল্যাটফর্মে প্রকাশিত বার্তায় তারা আরও জানায়, এসব হামলা মূলত ইউক্রেনের বিভিন্ন শহর ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়।
তবে বাকি ড্রোন ও ক্ষেপণাস্ত্র কীভাবে আঘাত হেনেছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।