সারদায় প্রশিক্ষণরত ৪১তম বিসিএসের ৬ এএসপিকে চাকরি থেকে অপসারণ

আপলোড সময় : ২৮-১২-২০২৫ ১০:৩০:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১২-২০২৫ ১০:৩১:০৭ অপরাহ্ন
রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের ছয় সহকারী পুলিশ সুপারকে (এএসপি-শিক্ষানবিশ) সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
 
অপসারণ হওয়া কর্মকর্তারা হলেন—মো. দেলোয়ার হোসেন, মাহমুদুল হক, মো. ইসহাক হোসেন, মো. মশিউর রহমান, মুহাম্মদ রাকিব আনোয়ার এবং সাঈদ করিম মুগ্ধ। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) অনুযায়ী জনস্বার্থে তাঁদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষেই এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
 
বর্তমানে রাজশাহীর চারঘাটে অবস্থিত সারদা পুলিশ একাডেমিতে ৪১তম বিসিএস ব্যাচের কর্মকর্তারা এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ নিচ্ছেন। আগামী মাসেই তাঁদের প্রশিক্ষণের আনুষ্ঠানিক সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে চূড়ান্ত পাসিং আউটের আগেই এই ছয় কর্মকর্তার চাকরি হারানোর বিষয়টি পুলিশ প্রশাসনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]