জামায়াতের জোটে যোগ দিল অলি আহমদের এলডিপি ও এনসিপি

আপলোড সময় : ২৮-১২-২০২৫ ১০:২২:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১২-২০২৫ ১০:২২:৫০ অপরাহ্ন
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন রাজনৈতিক জোটে নতুন করে যুক্ত হয়েছে আরও দুটি রাজনৈতিক দল। কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই জোটে অন্তর্ভুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের পরিধি বাড়ানোর এই আনুষ্ঠানিক ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যবদ্ধ আন্দোলনের লক্ষ্যেই জোটের এই সম্প্রসারণ। নতুন দুটি দল যুক্ত হওয়ার ফলে এই জোটের মোট সদস্য সংখ্যা এখন দশে দাঁড়িয়েছে। ডা. শফিকুর রহমান জোটে আসা নতুন দলগুলোকে স্বাগত জানিয়ে দেশের স্থিতিশীলতা ও জনগণের অধিকার আদায়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
 
উল্লেখ্য, এই জোটে আগে থেকেই যুক্ত ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এলডিপির মতো পুরোনো ও পরিচিত দলের অন্তর্ভুক্তি এই জোটের রাজনৈতিক গুরুত্ব ও প্রভাব আরও বৃদ্ধি করবে। 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]