নির্বাচনে অংশ নিতে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে সরে দাঁড়ালেন আসাদুজ্জামান

আপলোড সময় : ২৮-১২-২০২৫ ১০:৪৮:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-১২-২০২৫ ১০:৪৮:০৩ পূর্বাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন মো. আসাদুজ্জামান। রোববার (২৮ ডিসেম্বর) সকালে তিনি রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র দাখিল করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ১০টার দিকে তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেন। পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করা হলেও নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতিকেই এর মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। পদত্যাগের পর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। তবে তার স্থলাভিষিক্ত হিসেবে কে দায়িত্ব নেবেন, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মো. আসাদুজ্জামান ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলীয় সূত্র জানায়, তিনি ইতোমধ্যে বিএনপির মনোনয়ন পেয়েছেন। এর আগেও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন তিনি।

উল্লেখ্য, মো. আসাদুজ্জামান বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিনের মাথায় তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই সময় রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর তিনি দলীয় পদ থেকে পদত্যাগ করেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]