ফ্লুমিনেন্সকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি, নায়ক জোয়াও পেদ্রো

আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ১০:৩৩:২৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ১০:৩৩:২৫ পূর্বাহ্ন

বিশ্বকাপের শুরুতে স্কোয়াডেও ছিলেন না—এমন জোয়াও পেদ্রোই ফ্লুমিনেন্সের স্বপ্নভঙ্গ করে চেলসিকে তুললেন ক্লাব বিশ্বকাপের ফাইনালে। নিজের সাবেক ক্লাবের বিপক্ষে জোড়া গোল করে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড ২-০ ব্যবধানে জয় এনে দিয়েছেন ২০২১ সালের চ্যাম্পিয়নদের।

নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চেলসি এগিয়ে যায় ম্যাচের ১৮ মিনিটে পেদ্রোর বুদ্ধিদীপ্ত এক শটে। তবে সাবেক ক্লাবের বিপক্ষে গোল করেও উদযাপন করেননি তিনি। ম্যাচের শেষ দিকে পেদ্রোর দ্বিতীয় গোলেই নিশ্চিত হয় ইউরোপিয়ান ক্লাবের ১৩তম টানা ফাইনাল।

চেলসির হয়ে এটি হবে তৃতীয় ক্লাব বিশ্বকাপ ফাইনাল। ২০১২ সালে করিন্থিয়ান্সের কাছে হারলেও, ২০২১ সালে পালমেইরাসকে হারিয়ে শিরোপা জিতেছিল ব্লুজরা। এবার মরসুমটা যতটা হতাশাজনকই হোক না কেন, মারেস্কার দল নতুন করে শিরোপা জয়ের আশায় বুক বাঁধছে।

 
 
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]