ইরানি ক্ষেপণাস্ত্রে সামরিক স্থাপনায় আঘাতের কথা স্বীকার করল ইসরাইল

আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ১০:২৮:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ১০:২৮:৪৮ পূর্বাহ্ন

নিজেদের সামরিক স্থাপনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা প্রথমবারের মতো স্বীকার করেছে ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে জানান, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় তাদের কয়েকটি সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও তিনি জানান, ক্ষয়ক্ষতি সীমিত এবং আঘাতপ্রাপ্ত স্থাপনাগুলো এখনও সক্রিয় রয়েছে।

তবে ঠিক কোন ঘাঁটিতে হামলা হয়েছে এবং সেগুলোর ক্ষতির মাত্রা কী—সে বিষয়ে তিনি বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান।

এর আগে, ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জানায়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইলের উত্তর, দক্ষিণ এবং কেন্দ্রীয় অঞ্চলের পাঁচটি সামরিক স্থাপনায় আঘাত হানে। হামলার লক্ষ্যবস্তু ছিল একটি বিমানঘাঁটি, একটি গোয়েন্দা তথ্য সংগ্রহ কেন্দ্র এবং একটি রসদ সরবরাহ ঘাঁটি।

ইসরাইল এতদিন দাবি করে আসছিল, ইরান কেবল বেসামরিক স্থাপনায় আঘাত হেনেছে। তবে সাম্প্রতিক স্বীকারোক্তি ইঙ্গিত দিচ্ছে যে, ইরানের পাল্টা হামলায় ইসরাইলের সামরিক কাঠামোও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল।

গত ১৩ জুন শুরু হওয়া এই টানা ১২ দিনের সংঘাতে ইসরাইল এখনো সেনা হতাহত কিংবা সামরিক ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তবে বিশেষজ্ঞদের মতে, এই হামলা মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]