কক্সবাজারে সেন্ট মার্টিনগামী ‘আটলান্টিক ক্রুজ’ জাহাজে অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই

আপলোড সময় : ২৭-১২-২০২৫ ০৯:৩২:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-১২-২০২৫ ০৯:৩২:৪২ পূর্বাহ্ন

কক্সবাজারের নুনিয়াছড়া এলাকায় বাঁকখালী নদীতে নোঙর করে রাখা সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্য আটলান্টিক ক্রুজ’-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জাহাজে থাকা কর্মীদের দ্রুত পদক্ষেপ এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি।
 

স্থানীয়দের বরাত দিয়ে জানানো হয়েছে, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে বিআইডব্লিউটিএ ঘাটসংলগ্ন স্থানে নোঙর করা জাহাজটির ভেতর থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন ‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর গণমাধ্যমকে ঘটনাটি নিশ্চিত করেন। তার মতে, প্রাথমিকভাবে জাহাজের নিজস্ব কর্মীরাই আগুন নেভানোর কাজ শুরু করেন এবং পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে সম্পূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
 

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো প্রাথমিকভাবে ধারণা করছে, জাহাজের ইঞ্জিন কক্ষের ত্রুটি বা বৈদ্যুতিক লাইনের কোনো সমস্যার কারণে আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনাস্থলে পুলিশ, নৌপরিবহন কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা অবস্থান করছেন এবং জাহাজটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
 

জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে বেশি অগ্রাধিকার; জাহাজটি মেরামত ও প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা শেষে সেন্ট মার্টিন রুটে যাত্রা পুনরায় চালু করা হবে কি না— সে সিদ্ধান্ত পরে জানানো হবে। এতে সাময়িকভাবে সেন্ট মার্টিনগামী কিছু ট্রিপ ব্যাহত হওয়ার আশঙ্কা থাকলেও, কর্তৃপক্ষ বলছে যে সব সিদ্ধান্ত নেওয়া হবে যাত্রী নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]