তীব্র কুয়াশায় মাঝনদীতে স্থবিরতা: সারা দেশে নৌযান চলাচল বন্ধ ঘোষণা

আপলোড সময় : ২৭-১২-২০২৫ ০৪:৪৫:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-১২-২০২৫ ০৪:৪৬:২৮ পূর্বাহ্ন
শীতের তীব্রতার সাথে পাল্লা দিয়ে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দেশের নৌপথ। নদীপথে দৃষ্টিসীমা কমে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সারা দেশে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে এই নির্দেশনা কার্যকর করা হয়, যার ফলে ঢাকা, চাঁদপুর, বরিশাল ও ভোলাসহ অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ ও নৌযান চলাচল বন্ধ রয়েছে।
 
বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা) বাবু লাল বৈদ্য মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত বাড়ার সাথে সাথে নদীবক্ষে কুয়াশার ঘনত্ব বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যায়। এমতাবস্থায় দিকনির্ণয়কারী সিগন্যাল ও বাতি অস্পষ্ট হয়ে পড়ায় নৌযান চালানো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যাত্রীদের জানমালের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
 
নির্দেশনা অনুযায়ী, মাঝনদীতে অবস্থানরত লঞ্চ ও নৌযানগুলোকে নিকটস্থ তীরের নিরাপদ স্থানে নোঙর করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে মাঝপথে আটকা পড়া যাত্রীরা তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী এবং চাঁদপুরমুখী যাত্রীরা গন্তব্যের অপেক্ষায় মাঝনদীতে নোঙর করে আছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়াশা কেটে গিয়ে দৃষ্টিসীমা স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনো নৌযানকেই ঘাট ছাড়ার অনুমতি দেওয়া হবে না।
 
বিআইডব্লিউটিএ-এর পক্ষ থেকে নদীপথের আপডেট সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে ভোরে বা সকালে পুনরায় চলাচল শুরুর বার্তা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। নিরাপদ নৌ-চলাচলের স্বার্থে যাত্রী ও চালকদের ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে। 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]