ঘন কুয়াশায় ঢাকা-চাঁদপুর-বরিশাল নৌপথ বন্ধ, যাত্রীদের অসুবিধা

আপলোড সময় : ২৭-১২-২০২৫ ০১:৩৭:০৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-১২-২০২৫ ০১:৩৭:০৬ পূর্বাহ্ন

ঘন কুয়াশার কারণে ঢাকা-চাঁদপুর-বরিশাল নৌপথে সকল ধরনের যাত্রীবাহী নৌযানের চলাচল বন্ধ করা হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে বিআইডব্লিউটিএর চাঁদপুরের উপ-পরিচালক (নৌ-নিয়ন্ত্রণ) বাবু লাল বৈদ্য এ তথ্য নিশ্চিত করেন।
 

দক্ষিণাঞ্চলের নদীপথে হঠাৎ কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেয়েছে, যা নৌচালকদের দৃষ্টিসীমা কমিয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়েছে। ফলে ঢাকা-চাঁদপুর, ভোলা-বরিশালসহ এসব রুটে লঞ্চসহ সব নৌযানের গতিবিধি স্থগিত রাখা হয়। বৈদ্য জানান, চলন্ত নৌযানগুলো যে স্থানে ছিল, সেখানেই নোঙর করে অবস্থান করছে।
 

কুয়াশার ঘনত্ব কমে আকাশ পরিষ্কার হলে নৌচলাচল পুনরায় স্বাভাবিক করা হবে। শীতকালে বাংলাদেশের নদীপথে এ ধরনের কুয়াশা সাধারণ, যা যাত্রীদের জন্য প্রায়ই অসুবিধা সৃষ্টি করে। কর্তৃপক্ষ যাত্রীদের বিকল্প পরিবহনের পরামর্শ দিয়েছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]