ট্রাম্প ক্লাস যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা, ইতিহাসের সবচেয়ে শক্তিশালী রণতরীর দাবি যুক্তরাষ্ট্রের

আপলোড সময় : ২৬-১২-২০২৫ ০৯:১৩:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১২-২০২৫ ০৯:১৩:৪৯ অপরাহ্ন

ইতিহাসের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ নির্মাণের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি অনুযায়ী, ‘ট্রাম্প ক্লাস’ নামে পরিচিত এই নতুন শ্রেণির রণতরী হবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে নির্মিত যেকোনো যুদ্ধজাহাজের চেয়ে আকারে বড়, গতি ও সক্ষমতায় উন্নত এবং বহুগুণ বেশি শক্তিশালী। নৌবাহিনীর বিশেষ বহর ‘গোল্ডেন ফ্লিট’-এর অংশ হিসেবে এই যুদ্ধজাহাজগুলো নির্মাণ করা হবে বলে তিনি জানান।

ডোনাল্ড ট্রাম্প বলেন, বৈশ্বিক সামরিক প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের প্রভাব ও শ্রেষ্ঠত্ব বজায় রাখতে রাশিয়া ও চীনের মতো পরাশক্তির সঙ্গে টেক্কা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, নতুন প্রজন্মের এই যুদ্ধজাহাজগুলো যুক্তরাষ্ট্রের নৌক্ষমতার এক নতুন অধ্যায় সূচনা করবে।

ট্রাম্প ক্লাস যুদ্ধজাহাজকে ইতিহাসের প্রথম গাইডেড মিসাইল ব্যাটলশিপ হিসেবে উল্লেখ করা হচ্ছে। এসব রণতরীতে পারমাণবিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা থাকবে বলে দাবি করা হয়েছে। সামরিক কৌশলগত দিক থেকে এই যুদ্ধজাহাজের মূল উদ্দেশ্য হবে শক্তি প্রদর্শন, আক্রমণাত্মক অভিযান পরিচালনা এবং সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা।

এই শ্রেণির যুদ্ধজাহাজকে একটি নতুন ধরনের বৃহৎ সারফেস কমব্যাট্যান্ট হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যার আঘাত হানার সক্ষমতা আগের যেকোনো যুদ্ধজাহাজের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি হবে। ট্রাম্পের দাবি, এটি আগের প্রজন্মের জাহাজের তুলনায় বহুগুণ বেশি দূরত্বে শত্রু লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারবে।

রণতরীগুলোতে বড় আকারের মিসাইল ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম সংযোজনের পরিকল্পনার কথাও জানান তিনি। এর মাধ্যমে দীর্ঘপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এমন কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালানো সম্ভব হবে, যা বর্তমানে মার্কিন নৌবহরের কার্যক্ষমতার বাইরে। পরিস্থিতি অনুযায়ী এই যুদ্ধজাহাজ এককভাবে অভিযান পরিচালনা করতে পারবে, আবার ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ হিসেবেও মোতায়েন করা যাবে।

প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, প্রতিটি ট্রাম্প ক্লাস যুদ্ধজাহাজ সম্পূর্ণ যুক্তরাষ্ট্রে নির্মিত হবে এবং এর ওজন আনুমানিক ৩০ থেকে ৪০ হাজার টনের মধ্যে হবে। তাঁর মতে, এগুলো হবে এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে বড়, ভারী এবং সাঁজোয়া নৌযুদ্ধের রণতরী, যা আগের আইওয়া শ্রেণির যুদ্ধজাহাজের তুলনায় বহুগুণ বেশি শক্তিশালী।

এ ছাড়া এই যুদ্ধজাহাজে ইলেকট্রিক রেল গান, ক্রুজ মিসাইল এবং অত্যাধুনিক লেজার অস্ত্র সংযোজনের কথাও উল্লেখ করেন ট্রাম্প। তাঁর দাবি অনুযায়ী, এসব যুদ্ধব্যবস্থা কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হবে, যা ট্রাম্প ক্লাসকে ভবিষ্যতের মার্কিন নৌবাহিনীর সম্ভাব্য ফ্ল্যাগশিপে পরিণত করবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]