ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর শাহবাগ মোড়ে চলমান অবরোধ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই অবস্থানের কথা জানান।
কর্মসূচিতে বক্তৃতাকালে আবদুল্লাহ আল জাবের বলেন, বিচার আদায়ের দাবিতে প্রয়োজনে শাহবাগ চত্বরে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখা হবে এবং রাতযাপনও করা হতে পারে। তার ভাষ্য অনুযায়ী, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।
এ সময় নিহত ওসমান হাদির ভাই ওমর বিন হাদি অভিযোগ করেন, বর্তমান সরকার এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় আন্তরিক নয়। তিনি বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে যমুনা ঘেরাও কর্মসূচি এবং ক্যান্টনমেন্ট অভিমুখে লং মার্চের মতো কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
ওমর বিন হাদি আরও বলেন, যদি প্রধান উপদেষ্টার ওপর চাপ থাকে বা দেশের গোয়েন্দা সংস্থাগুলো তদন্তে সহযোগিতা না করে, তাহলে আন্তর্জাতিক তদন্ত সংস্থাকে যুক্ত করার বিষয়টি বিবেচনা করা উচিত।
এর আগে, দুপুরে জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকদের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শাহবাগ মোড়ে পৌঁছে সেখানে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়। এতে ওই এলাকায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষ করে রিকশাযোগে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান বিন হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।