কিলিমাঞ্জারো পর্বতে মেডিকেল মিশনের হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৫ জনের

আপলোড সময় : ২৫-১২-২০২৫ ১০:৫৩:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১২-২০২৫ ১০:৫৩:৩৪ অপরাহ্ন

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার মাউন্ট কিলিমাঞ্জারো পর্বতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বিদেশি পর্যটক, চিকিৎসক, গাইড ও পাইলট রয়েছেন। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটি একটি মেডিকেল উদ্ধার অভিযানে নিয়োজিত ছিল।
 

তানজানিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার (২৪ ডিসেম্বর) কিলিমাঞ্জারো পর্বতের বারাফু ক্যাম্পের কাছাকাছি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটি আহত ব্যক্তিকে উদ্ধারের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল।
 

নিহতদের মধ্যে একজন পর্বত গাইড, একজন চিকিৎসক, হেলিকপ্টারের পাইলট এবং দুইজন বিদেশি পর্যটক ছিলেন। তবে নিহত পর্যটকদের নাম ও পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটিতে চেক প্রজাতন্ত্র ও জিম্বাবুয়ের নাগরিকরা ছিলেন।
 

আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কিলিমাঞ্জারো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬ হাজার মিটার উঁচুতে অবস্থিত। দুর্ঘটনাটি ঘটে ৪ হাজার মিটার উচ্চতায় অবস্থিত বারাফু ক্যাম্প ও কিবো সামিটের মধ্যবর্তী দুর্গম অঞ্চলে।
 

কিলিমাঞ্জারো অঞ্চলের পুলিশ কমান্ডার সাইমন মাইগওয়া জানান, হেলিকপ্টারটি কিলিমাঞ্জারো এভিয়েশন কোম্পানির মালিকানাধীন। তবে প্রতিষ্ঠানটি এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
 

তানজানিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক বিমান নিরাপত্তা বিধিমালা অনুসরণ করে দুর্ঘটনার কারণ নির্ধারণে তদন্ত শুরু করা হয়েছে।
 

উল্লেখ্য, প্রতি বছর গড়ে প্রায় ৫০ হাজার পর্যটক কিলিমাঞ্জারো পর্বতে আরোহণ করেন। যদিও সেখানে বিমান দুর্ঘটনার ঘটনা বিরল। এর আগে সর্বশেষ ২০০৮ সালের নভেম্বরে একটি দুর্ঘটনায় চারজন নিহত হয়েছিলেন।
 

সূত্র: আল জাজিরা

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]