রেকর্ড গড়ার পর কমল স্বর্ণের দাম

আপলোড সময় : ২৫-১২-২০২৫ ১০:৫১:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১২-২০২৫ ১০:৫১:৩৬ অপরাহ্ন

ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছানোর পর বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ায় মূল্যবান এই ধাতুর দাম আবারও ৪ হাজার ৫০০ ডলারের নিচে নেমে এসেছে। একই সঙ্গে কমেছে রুপা ও প্ল্যাটিনামের দাম।
 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার (২৪ ডিসেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম আউন্সপ্রতি প্রায় ২ শতাংশ কমে ৪ হাজার ৪৭৯ দশমিক ৩৮ ডলারে দাঁড়িয়েছে। যদিও সেশনের শুরুতে স্বর্ণের দাম রেকর্ড সর্বোচ্চ ৪ হাজার ৫২৫ দশমিক ১৯ ডলার স্পর্শ করেছিল।
 

এদিকে ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার দাম আউন্সপ্রতি ০ দশমিক ১ শতাংশ কমে ৪ হাজার ৫০২ দশমিক ৮০ ডলারে লেনদেন হয়েছে।
 

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের কিছু দুর্বল অর্থনৈতিক তথ্য এবং ফেডারেল রিজার্ভ কর্মকর্তাদের নরম অবস্থানের কারণে ডিসেম্বরেই সুদহার কমানোর সম্ভাবনা জোরালো হয়েছে। এর প্রভাবে স্বর্ণের দাম স্বল্পমেয়াদে উল্লেখযোগ্যভাবে বেড়েছিল।
 

কিটকো মেটালসের সিনিয়র বিশ্লেষক জিম উইকফ বলেন, “রেকর্ড দামের পর বাজারে স্বাভাবিক সংহতি ও মুনাফা তুলে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।”
 

এর আগে চলতি বছরের ২০ অক্টোবর স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছায়। এতে বছরজুড়ে স্বর্ণের দাম ৫৩ শতাংশের বেশি বৃদ্ধি পায়। তবে মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের পর যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্য উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় স্বর্ণের দাম নিম্নমুখী হতে শুরু করে।
 

অন্যদিকে, রেকর্ড দরের পর স্পট সিলভারের দাম ০ দশমিক ৭ শতাংশ কমে আউন্সপ্রতি ৭১ দশমিক ৯৪ ডলারে লেনদেন হচ্ছে। সেশনের শুরুতে রুপার দাম সর্বোচ্চ ৭২ দশমিক ৭০ ডলার স্পর্শ করেছিল।
 

শিল্প খাতে চাহিদা বৃদ্ধি, মজুদ হ্রাস এবং যুক্তরাষ্ট্র কর্তৃক গুরুত্বপূর্ণ খনিজ হিসেবে স্বীকৃতি দেওয়ার ফলে চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ১৪৯ শতাংশ বেড়েছে। যেখানে স্বর্ণের দাম বেড়েছে ৭০ শতাংশের বেশি।
 

বিশ্লেষকদের ধারণা, বছরের শেষ নাগাদ রুপার দাম আউন্সপ্রতি ৭৫ ডলার পর্যন্ত উঠতে পারে।
 

এদিকে প্ল্যাটিনামের দাম ২ দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি ২ হাজার ২২০ দশমিক ৪৪ ডলারে নেমে এসেছে। এর আগে এই ধাতুর দাম রেকর্ড সর্বোচ্চ ২ হাজার ৩৭৭ দশমিক ৫০ ডলার স্পর্শ করেছিল। পাশাপাশি প্যালাডিয়ামের দামও প্রায় ৯ শতাংশ কমে ১ হাজার ৬৮৩ দশমিক ৫৮ ডলারে দাঁড়িয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]