পঞ্চগড়ে রেললাইনে বিকল মাইক্রোতে স্পেশাল ট্রেনের ধাক্কা, যুবক নিহত

আপলোড সময় : ২৫-১২-২০২৫ ১০:৫৯:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-১২-২০২৫ ১০:৫৯:২১ পূর্বাহ্ন

 

পঞ্চগড়ে রেললাইনের ওপর উঠে বিকল হয়ে যাওয়া একটি মাইক্রোবাসে স্পেশাল ট্রেনের ধাক্কায় আখিরুল ইসলাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা রেললাইনে স্লিপার ফেলে অবস্থান নেন, ফলে কয়েক ঘণ্টা ওই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।
 

বুধবার (২৪ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের টেঙ্গনমারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আখিরুল ইসলাম মাগুড়া শিপাইপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় গাড়িচালক ছিলেন। পরিবার নিয়ে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় পঞ্চগড় স্টেশন থেকে ঢাকার উদ্দেশে একটি স্পেশাল ট্রেন ছেড়ে আসে। স্থানীয়দের অভিযোগ, ট্রেনটি চলাচলের বিষয়ে তারা আগে থেকে অবগত ছিলেন না। এলাকাটিতে রেলগেট ও গেটম্যান না থাকার পাশাপাশি ট্রেনটি হুইসেলও দেয়নি বলে দাবি তাদের।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, টেঙ্গনমারি এলাকায় সড়ক থেকে রেললাইন পার হওয়ার সময় মাইক্রোবাসটি লাইনের ওপর উঠে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। পরিস্থিতি বুঝতে পেরে আখিরুল দ্রুত পরিবারের সদস্যদের গাড়ি থেকে নামিয়ে দেন। পরে কয়েকজনের সহায়তায় গাড়িটি ঠেলে রেললাইন থেকে সরানোর চেষ্টা করেন। তবে তিনি নিজে লাইনের ওপর পড়ে গেলে মুহূর্তের মধ্যেই ট্রেনটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 

দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা রেললাইনে স্লিপার ফেলে ট্রেন চলাচল বন্ধ করে দেন। এতে একতা এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন আটকে পড়ে।
 

পঞ্চগড় রেলওয়ে স্টেশন মাস্টার জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর একতা এক্সপ্রেস স্টেশন ছাড়লেও স্থানীয়দের বাধার মুখে পড়ে আবার ফিরিয়ে আনা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরে রাত ১১টা ২০ মিনিটের দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]