ক্রিসমাস ছুটিতে ভারতে মার্কিন দূতাবাস ও কনস্যুলেট বন্ধ, কবে থেকে মিলবে পরিষেবা

আপলোড সময় : ২৪-১২-২০২৫ ১১:০৬:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-১২-২০২৫ ১১:০৬:৪৬ পূর্বাহ্ন

 

মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশের ফলে ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেটগুলো ২৪ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময় ভিসা, পাসপোর্টসহ নিয়মিত কনস্যুলার সেবা বন্ধ থাকবে এবং ২৬ ডিসেম্বরের পর পুনরায় কার্যক্রম শুরুর কথা জানানো হয়েছে।
 

বুধবার (২৪ ডিসেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে জানায় ভারতে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনগুলো। বন্ধকালীন সময়ে ভারতজুড়ে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে ভিসা সাক্ষাৎকার, পাসপোর্ট প্রক্রিয়াকরণ, নথি যাচাইসহ সব ধরনের অ-জরুরি কনস্যুলার সেবা স্থগিত থাকবে। তবে জরুরি প্রয়োজনের ক্ষেত্রে সীমিত পরিসরে ব্যবস্থা নেওয়া হতে পারে।
 

মার্কিন দূতাবাস তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, প্রেসিডেন্সিয়াল এক্সিকিউটিভ অর্ডারের আওতায় ২৪, ২৫ ও ২৬ ডিসেম্বর ভারতে যুক্তরাষ্ট্রের সব কূটনৈতিক মিশন বন্ধ থাকবে। এই ছুটির মেয়াদ শেষ হওয়ার পর ২৬ ডিসেম্বর থেকেই স্বাভাবিক কনস্যুলার কার্যক্রম পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ক্রিসমাস উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি নির্বাহী আদেশ জারি করেন, যার মাধ্যমে ক্রিসমাসের আগের দিন ও পরের দিন অধিকাংশ ফেডারেল কর্মচারীর জন্য ছুটি ঘোষণা করা হয়। সেই সিদ্ধান্তের অংশ হিসেবেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি দপ্তর ও বিদেশি কূটনৈতিক মিশন সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে।
 

তবে আদেশে এটিও বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা, প্রতিরক্ষা বা জরুরি জনস্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট কিছু অফিস ও স্থাপনা প্রয়োজন অনুযায়ী খোলা রাখার ক্ষমতা নির্বাহী বিভাগের প্রধানদের হাতে থাকবে।

 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]