ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এ অবস্থায় মাঝ নদীতে ছোট ও বড় দুটি ফেরি আটকে পড়েছে।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, ভোরের দিক থেকেই নদীতে কুয়াশার ঘনত্ব দ্রুত বাড়তে থাকে। একপর্যায়ে কুয়াশা এতটাই ঘন হয়ে ওঠে যে নৌপথের চ্যানেল মার্কিং পয়েন্টগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। নৌযান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না হওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় মাঝ নদীতে থাকা দুটি ফেরি সাময়িকভাবে আটকা পড়ে। তবে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, কুয়াশার তীব্রতা কমে এলে এবং নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক পর্যায়ে ফিরলে দ্রুত ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে।