একই দিনে একাধিক ভর্তি পরীক্ষা, ভর্তিচ্ছুদের উৎকণ্ঠা

আপলোড সময় : ২৪-১২-২০২৫ ০২:৩৪:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-১২-২০২৫ ০২:৩৫:১২ পূর্বাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের স্থগিত ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর নেওয়ার সিদ্ধান্ত ঘিরে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। কারণ একই দিনে দেশের আরেকটি শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষাও পূর্বনির্ধারিত রয়েছে।
এমআইএসটির ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা । পাশাপাশি একই দিনে বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক পরীক্ষার সময়সূচিও নির্ধারিত ছিল।
তবে ২৩ ডিসেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে এমআইএসটি জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে কেবল স্থাপত্য বিভাগের দ্বিতীয় পর্বের (ব্যবহারিক) পরীক্ষা ২৭ ডিসেম্বরের পরিবর্তে ২৮ ডিসেম্বর বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত স্থানান্তর করা হয়েছে। ইঞ্জিনিয়ারিং এবং স্থাপত্য বিভাগের প্রথম পর্বের লিখিত পরীক্ষা আগের সিদ্ধান্ত অনুযায়ী ২৭ ডিসেম্বর সকালেই অনুষ্ঠিত হবে।
এদিকে ২৮ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) ভর্তি পরীক্ষা চারটি শিফটে সকাল ১০টা ২৫ মিনিট থেকে বেলা ২টা ৫০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার ঘোষণা রয়েছে। ফলে টানা দুই দিনে একাধিক গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষার সূচি একে অন্যের সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়েছে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বলছেন, রাজধানীর তীব্র যানজটের মধ্যে আনুমানিক ১৪ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে একই দিনে ধারাবাহিক ও সময়সাপেক্ষ একাধিক পরীক্ষায় অংশগ্রহণ করা বাস্তবসম্মত নয়।
বিশেষ করে ২৭ ডিসেম্বর সকালে এমআইএসটির পরীক্ষা দিয়ে বেলা সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের পরীক্ষায় উপস্থিত হওয়া অনেক শিক্ষার্থীর পক্ষেই কস্টকর।
এ পরিস্থিতিতে শুধু শিক্ষার্থীরাই নয়, অভিভাবকরাও দুশ্চিন্তা ও হতাশার মধ্যে রয়েছেন। অভিভাবকদের মতে একটি তারিখের সংঘাতে মেধা ও পরিশ্রমের ন্যায্য মূল্যায়ন থেকে শিক্ষার্থীদের বঞ্চিত হওয়া কোনোভাবেই কাম্য নয়।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ২০ ডিসেম্বরের পরীক্ষা স্থগিত হয়। ভর্তি পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্তকে শিক্ষার্থীরা মানবিক ও সময়োপযোগী হিসেবে স্বাগত জানিয়েছিলেন।
তবে নতুন তারিখ নির্ধারণের ফলে যে সমন্বয়হীন পরিস্থিতি তৈরি হয়েছে, তার ফলে সংকটে পড়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রত্যাশা, এমআইএসটির ভর্তি পরীক্ষার সময়সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের পরীক্ষার তারিখ পুনর্বিবেচনা করে পুনর্নির্ধারণ করা হোক।
শিক্ষার্থীরা আশা করছেন, একটি সহানুভূতিশীল ও দূরদর্শী সিদ্ধান্তের।
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর বেলা সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]