নিবন্ধন অধিদপ্তর ভূমি মন্ত্রণালয়ে হস্তান্তরের উদ্যোগ: সাব-রেজিস্ট্রারদের মাঝে তীব্র অসন্তোষ ও আইনি প্রশ্ন

আপলোড সময় : ২৪-১২-২০২৫ ০১:১৪:১৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-১২-২০২৫ ০১:১৪:১৮ পূর্বাহ্ন

রেজিস্ট্রেশন বিভাগ বা নিবন্ধন অধিদপ্তরকে আইন মন্ত্রণালয় থেকে ভূমি মন্ত্রণালয়ে স্থানান্তরের সরকারি উদ্যোগকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। আজ বুধবার (২৪ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের সভায় ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই প্রস্তাবটি অনুমোদনের জন্য উপস্থাপনের কথা রয়েছে। সরকারি কার্যপত্রের ৩ নম্বর এজেন্ডা হিসেবে অন্তর্ভুক্ত এই প্রস্তাবে বলা হয়েছে, একই ছাতার নিচে সকল ভূমি সেবা নিশ্চিত করতেই এই পরিবর্তন আনা হচ্ছে। তবে এই সিদ্ধান্তকে আইনি প্রক্রিয়ার লঙ্ঘন হিসেবে দেখছেন নিবন্ধন অধিদপ্তরের কর্মকর্তারা। তাদের দাবি, ২০০৮ সাল থেকে এই সংক্রান্ত একটি রিট মামলা উচ্চ আদালতে বিচারাধীন থাকায় বর্তমানে এটি আইনগতভাবে স্থানান্তর করার সুযোগ নেই।
 

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ২০০৭ সালে তৎকালীন অর্থ বিভাগের এই সংক্রান্ত একটি সিদ্ধান্তের প্রেক্ষাপটে জনস্বার্থে উচ্চ আদালতে রিট (নং ২৫১-২০০৮) করা হয়। ২০০৮ সালের ১৩ মার্চ আদালত এক আদেশে জানায়, রিটটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিবন্ধন অধিদপ্তর স্থানান্তরের প্রক্রিয়া স্থগিত থাকবে। এই অবস্থায় উপদেষ্টা পরিষদে প্রস্তাব তোলাকে আদালত অবমাননার শামিল বলে মনে করছেন বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতারা। সংগঠনের মহাসচিব মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ জানিয়েছেন, আদালতের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় এমন সিদ্ধান্ত আইনসিদ্ধ হবে না।
 

অন্যদিকে, মাঠ পর্যায়ের সাব-রেজিস্ট্রারদের অভিযোগ, ভূমি অফিসগুলোতে বর্তমানে নামজারিসহ বিভিন্ন সেবায় জনভোগান্তি চরম পর্যায়ে রয়েছে। এমতাবস্থায় নিবন্ধন বিভাগকেও সেখানে যুক্ত করা হলে সাধারণ মানুষের হয়রানি আরও কয়েকগুণ বাড়বে। বর্তমানে ১৭টি অফিসে পরীক্ষামূলকভাবে ডিজিটাল রেজিস্ট্রেশন বা অটোমেশন সেবা সফলভাবে চলছে এবং সারা দেশে এটি চালুর প্রক্রিয়াধীন। কর্মকর্তাদের মতে, যখন বিভাগটি গতিশীল হচ্ছে, তখন একটি স্বার্থান্বেষী মহল নিজেদের ফায়দা হাসিলের জন্য এই বিতর্কিত পদক্ষেপ নিয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন বিক্ষুব্ধ কর্মকর্তারা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]