ভারতের বিভিন্ন শহরে বাংলাদেশি কূটনৈতিক মিশনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের প্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ডেকে এই বিষয়ে বাংলাদেশের অবস্থান ও উদ্বেগ আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়।
কূটনৈতিক সূত্র জানায়, নয়াদিল্লি, কলকাতাসহ ভারতের একাধিক স্থানে অবস্থিত বাংলাদেশ মিশনকে ঘিরে সাম্প্রতিক নিরাপত্তা ঝুঁকি ও উত্তেজনাকর ঘটনার পরিপ্রেক্ষিতেই এ তলব করা হয়। পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম বৈঠকে ভারতের হাইকমিশনারের সঙ্গে বিষয়টি আলোচনা করেন।
বৈঠকে বাংলাদেশ পক্ষ থেকে দিল্লি, মুম্বাই, কলকাতা, আগরতলা ও গুয়াহাটিসহ বিভিন্ন স্থানে বাংলাদেশ হাইকমিশন ও কনস্যুলেট ঘিরে উগ্র ভারতীয় গোষ্ঠীর বিক্ষোভ, হুমকি ও হামলার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে এসব ঘটনার পর ভারতের পক্ষ থেকে গৃহীত নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও উদ্বেগ প্রকাশ করে ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আরও জানা যায়, সাম্প্রতিক সময়ে এই নিয়ে টানা ছয়বার ভারতের হাইকমিশনারকে তলব করা হলো। কূটনৈতিক উত্তেজনার ধারাবাহিকতায় এরই মধ্যে দিল্লি, আসাম ও শিলিগুড়ি থেকে ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশি ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
দুই দেশের কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে এই ঘটনাপ্রবাহকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও বাংলাদেশি কূটনৈতিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছে ঢাকা।