মস্তিষ্কে রক্তক্ষরণে ঢাবির শিক্ষার্থী আহসান খান না ফেরার দেশে

আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০৭:২৪:০৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০৭:২৪:০৮ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহসান খান মস্তিষ্কে রক্তক্ষরণে মারা গেছেন। সোমবার (৭ জুলাই) রাত ১০টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আহসান ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র এবং বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আহসান। তিনি তখন তার নিজ জেলা নরসিংদীর গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। অসুস্থতার পরপরই পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার শরীরের বাম অংশ অবশ হয়ে যায় এবং দ্রুত শারীরিক অবস্থার অবনতি ঘটে।

চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। আহসানের এই অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]