নিষিদ্ধ আওয়ামী লীগ বাদে ৫০ দলকে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্দেশ ইসির

আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০৭:১৯:৩২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০৭:১৯:৩২ পূর্বাহ্ন
 

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত বাকি ৫০টি রাজনৈতিক দলকে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রবিবার (৬ জুলাই) এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব মো. আখতার আহমেদ।

সচিব বলেন, "নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে চিঠি দেওয়া হয়েছে নিয়ম অনুযায়ী। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তাদের চিঠি দেওয়া হয়নি।"

আইন অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে পূর্ববর্তী পঞ্জিকা বছরের আয় ও ব্যয়ের হিসাব ইসিতে দাখিল করতে হয় রাজনৈতিক দলগুলোকে। টানা তিন বছর হিসাব দিতে ব্যর্থ হলে সেই দলের নিবন্ধন বাতিলের সুযোগ রয়েছে।

বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত থাকায় এবার তাদের চিঠি পাঠায়নি ইসি।

এদিকে, নিবন্ধনের জন্য আবেদন করা নতুন রাজনৈতিক দলগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য ১৫ দিনের সময় দেওয়া হবে বলেও জানিয়েছেন নির্বাচন কমিশনের একাধিক সূত্র। নির্ধারিত সময়ের মধ্যে দলগুলোকে নিবন্ধন শর্ত পূরণের হালনাগাদ তথ্য দিতে হবে বলে জানানো হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]