নেত্রকোনায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল এক ট্রাকচালকের

আপলোড সময় : ২২-১২-২০২৫ ১০:০৪:২০ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১২-২০২৫ ১০:০৪:২০ অপরাহ্ন

নেত্রকোনার পূর্বধলায় অটোরিকশা স্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে জিহাদুল ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার চৌরাস্তা মোড়সংলগ্ন ইলাসপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ নিশ্চিত করেছে।
 

নিহত জিহাদুল ইসলাম পূর্বধলা সদর ইউনিয়নের ইলাসপুর গ্রামের বাসিন্দা এবং আব্দুল হাইয়ের ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন এবং দুই সন্তানের জনক। ঘটনার সময় তিনি অটোরিকশা চালকদের মধ্যকার বিরোধ মীমাংসার চেষ্টা করছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চৌরাস্তা অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা ও ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে দুই অটোরিকশা চালকের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে জিহাদুল ইসলাম বিষয়টি শান্ত করার উদ্যোগ নেন। এ সময় অটোরিকশা চালক নিজাম উদ্দিনের সঙ্গে তার হাতাহাতি হয়। স্থানীয়রা হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করলে উভয় পক্ষ ঘটনাস্থল ত্যাগ করে।
 

কিন্তু কিছু সময় পর নিজাম উদ্দিন দেশীয় অস্ত্রসহ কয়েকজন সহযোগী নিয়ে আবারও জিহাদুল ইসলামের ওপর হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে নিজাম উদ্দিন শাবল দিয়ে জিহাদুলের শরীরে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
 

স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহেল রানা তাকে মৃত ঘোষণা করেন।
 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার। তিনি জানান, প্রাথমিকভাবে অটোরিকশায় যাত্রী ওঠানামা ও ভাড়া সংক্রান্ত বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। তবে নিহত ব্যক্তি ও অভিযুক্তদের মধ্যে পূর্ব থেকে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল বলেও প্রাথমিকভাবে জানা গেছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দিদারুল ইসলাম জানান, অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]