হাদির পর এনসিপি নেতা?! খুলনায় প্রকাশ্যে এনসিপির নেতা মোতালেব শিকদারের মাথায় গুলি, অবস্থা আশঙ্কাজনক

আপলোড সময় : ২২-১২-২০২৫ ০১:২২:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১২-২০২৫ ০১:২৩:৫৪ অপরাহ্ন
রাজধানীতে ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার খুলনায় প্রকাশ্য দিবালোকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদারকে মাথায় গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২২ ডিসেম্বর) এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই হামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং দলটির অঙ্গ সংগঠন 'শ্রমিক শক্তি'র কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। গুলিটি তার মাথায় বিদ্ধ হয়েছে। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেলে নিয়ে যাওয়া হয়, যেখানে তার অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন।
 
হামলার ধরন ও লক্ষ্যবস্তু দেখে সংশ্লিষ্টরা ধারণা করছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। এর আগে গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে প্রায় একই কায়দায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করা হয়েছিল। হাদিকে ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি গত ১৫ ডিসেম্বর মৃত্যুর কোলে ঢলে পড়েন।
 
খুলনায় এনসিপি নেতার ওপর এই হামলার ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে তাৎক্ষণিক তৎপরতা শুরু হয়েছে কিনা, সে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। রাজনৈতিক নেতাকর্মীদের ওপর ধারাবাহিক এ ধরনের হামলা জনমনে নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে।
(সূত্র: ডা. মাহমুদা মিতুর ভেরিফায়েড ফেসবুক পেজ)

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]