রাজধানীর মহাখালীতে একটি নির্মাণাধীন প্রতিষ্ঠানের সাইট ম্যানেজারকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে মহাখালীর টিবি গেট সংলগ্ন এলাকায় নির্মাণাধীন নার্সিং ইনস্টিটিউটে এই হামলার ঘটনা ঘটে। আহত কর্মকর্তার নাম মো. নাজিমুদ্দিন (৪২), যিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক তথ্যানুযায়ী, চাঁদাবাজিকে কেন্দ্র করে মুখোশধারী একদল সন্ত্রাসী এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, নাজিমুদ্দিন ওই নির্মাণাধীন প্রকল্পের প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত ছিলেন। আজ বিকেল সাড়ে ৩টার দিকে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দল মাস্ক পরে নির্মাণ সাইটে প্রবেশ করে। প্রত্যক্ষদর্শী ও আহতের স্বজনদের দাবি, সন্ত্রাসীরা প্রথমে প্রকল্পের প্রকৌশলীকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে তারা সাইট ম্যানেজার নাজিমুদ্দিনকে মারধর শুরু করে এবং এক পর্যায়ে তার বাম পা লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।
আহত নাজিমুদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার খানপুর গ্রামের আমিনুল্লাহ চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি রাজধানীর নাখালপাড়া এলাকায় বসবাস করছেন। ঘটনার পরপরই সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক ও পুলিশ সূত্রে জানা গেছে, তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত হলেও সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে। রাজধানীর ব্যস্ততম এলাকায় দিনের আলোতে এমন দুঃসাহসিক হামলার ঘটনায় ওই এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।