একদিনে ১৫৯ ট্রেনে অভিযান: টিকিটবিহীন ৬,৮১৫ যাত্রী শনাক্ত, আদায় ১৪ লাখ টাকা

আপলোড সময় : ২১-১২-২০২৫ ১০:৪১:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১২-২০২৫ ১০:৪১:০৫ অপরাহ্ন

বাংলাদেশ রেলওয়ে একদিনে দেশজুড়ে ১৫৯টি ট্রেনে বিশেষ অভিযান চালিয়ে টিকিটবিহীন ৬ হাজার ৮১৫ জন যাত্রীকে শনাক্ত করেছে। এ অভিযানে ভাড়া ও জরিমানাসহ মোট ১৪ লাখ ৩৬ হাজার ১৫৫ টাকা আদায় করা হয়েছে, যা রেলওয়ের রাজস্ব বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে।

রোববার (২১ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত পৃথক তথ্যে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার (২০ ডিসেম্বর) পশ্চিম ও পূর্বাঞ্চলে একযোগে পরিচালিত অভিযানে টিকিট পরিদর্শন কার্যক্রম জোরদার করা হয়।

রেলওয়ের পশ্চিমাঞ্চলে ওইদিন ৮৪ জন ট্রাভেলিং টিকিট এক্সামিনার (টিটিই) দায়িত্ব পালন করেন। তারা ৮৩টি ট্রেনে টিকিট যাচাই করেন। এ সময় টিকিট ছাড়া ভ্রমণরত ৪ হাজার ৬০ জন যাত্রী শনাক্ত হয়। অভিযানে ভাড়া বাবদ আদায় করা হয় ৫ লাখ ৫৫ হাজার ৫১৫ টাকা এবং জরিমানা আদায় হয় ২ লাখ ৪৩ হাজার ৯৬৫ টাকা। সব মিলিয়ে পশ্চিমাঞ্চলে মোট আদায় দাঁড়ায় ৭ লাখ ৯৯ হাজার ৪৮০ টাকা। ওইদিন সেখানে ১ হাজার ২৭৮টি টিকিট যাচাই করা হয়।

অন্যদিকে, একই দিনে রেলওয়ের পূর্বাঞ্চলে ১০২ জন টিটিই ৭৬টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এ অভিযানে ২ হাজার ৭৫৫ জন টিকিটবিহীন যাত্রী শনাক্ত করা হয়। ভাড়া বাবদ আদায় হয় ৪ লাখ ৪২ হাজার ৮৮০ টাকা এবং জরিমানা আদায় করা হয় ১ লাখ ৯৩ হাজার ৭৯৫ টাকা। ফলে পূর্বাঞ্চলে মোট আদায়ের পরিমাণ দাঁড়ায় ৬ লাখ ৩৬ হাজার ৬৭৫ টাকা। সেখানে মোট ২ হাজার ৭৩৯টি টিকিট যাচাই করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত টিকিট যাচাই ও ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকলে টিকিটবিহীন ভ্রমণ কমবে এবং যাত্রীসেবার মান উন্নত হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]