হাটহাজারীতে সম্পত্তি বিরোধে বৃদ্ধ বাবার মরদেহ ৩৬ ঘণ্টা ফ্রিজারে

আপলোড সময় : ২১-১২-২০২৫ ১০:৩৪:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১২-২০২৫ ১০:৩৪:৩১ অপরাহ্ন

চট্টগ্রামের হাটহাজারীতে সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে পারিবারিক বিরোধের জেরে এক বৃদ্ধ বাবার মরদেহ দাফন না করে প্রায় ৩৬ ঘণ্টা ধরে বাড়ির সামনে ফ্রিজারে রাখা হয়। দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় দাফন কার্যক্রম বিলম্বিত হয়, পরে প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে মরদেহ দাফনের সিদ্ধান্ত আসে।

রোববার (২১ ডিসেম্বর) হাটহাজারী পৌর সদরের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এর আগে শনিবার ভোর ৬টার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান ওই বৃদ্ধ। তিনি হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মরহুম দানা মিয়া সওদাগর বাড়ির মৃত নকশু মিয়ার ছেলে সেকান্দর মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত্যুর আগে সেকান্দর মিয়া তার সব সম্পত্তি দ্বিতীয় স্ত্রী ও তাদের সন্তানদের নামে হেবা (দানের দলিল) করে দেন। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে প্রথম স্ত্রীর সন্তানদের সঙ্গে দ্বিতীয় স্ত্রীর সন্তানদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বাবার মৃত্যুর পর সেই বিরোধ আরও তীব্র হয়ে ওঠে এবং দাফন নিয়ে অচলাবস্থার সৃষ্টি হয়।

প্রথম স্ত্রীর কন্যা আয়শা আকতার সাংবাদিকদের বলেন, তাদের দাবি অনুযায়ী বাবার সম্পত্তিতে তারা বঞ্চিত হয়েছেন। সম্পত্তি লিখে দেওয়ার বিষয়টি নিয়ে আপত্তি থাকায় দাফন কার্যক্রমে জটিলতা তৈরি হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মুমিন জানান, প্রশাসনের উদ্যোগে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করা হয়। আলোচনার পর রোববার মাগরিবের নামাজের পর মরদেহ দাফনে দুই পক্ষ সম্মত হয়।

এ বিষয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। পারিবারিক বিরোধের বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেওয়া হলে মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]