শিক্ষার্থী আন্দোলনের চাপে রাবিতে আওয়ামীপন্থি ছয় ডিনের পদত্যাগ

আপলোড সময় : ২১-১২-২০২৫ ১০:২৬:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১২-২০২৫ ১০:২৬:০৬ অপরাহ্ন

শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামীপন্থি হিসেবে পরিচিত ছয়জন ডিন পদত্যাগ করেছেন। রোববার (২১ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। আন্দোলনের প্রেক্ষাপটে ডিনদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ এবং প্রশাসনিক সিদ্ধান্তের পর এ পদত্যাগ কার্যকর হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ সাংবাদিকদের জানান, সংশ্লিষ্ট ছয় ডিন পৃথকভাবে দায়িত্ব পালনে অক্ষমতা জানিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর আগে দুপুর দেড়টার দিকে ডিনদের পদত্যাগের দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রেজিস্ট্রার দফতরে তালা ঝুলিয়ে দেন। পরে আন্দোলন আরও বিস্তৃত হয়ে উপাচার্য ও উপ-উপাচার্যের কার্যালয়েও তালা দেওয়া হয় এবং সেখান থেকে কর্মকর্তাদের বের করে দেওয়া হয়।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে উপ-উপাচার্যের বাকবিতণ্ডার ঘটনাও ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিকেল তিনটার দিকে প্রক্টরের অনুরোধে তালা খুলে দেওয়া হয়। এরপর রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারসহ আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন।

আলোচনা শেষে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাঈন উদ্দীন ও অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান জানান, শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলোর বিষয়ে প্রশাসনিক সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তারা আরও বলেন, সংশ্লিষ্ট ডিনরা ইতোমধ্যে দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন।

তবে আন্দোলনরত শিক্ষার্থীরা ডিনদের পদত্যাগের পাশাপাশি ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে অভিযুক্ত অন্যান্য শিক্ষকদের বিরুদ্ধেও দ্রুত ও দৃশ্যমান সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন। তারা জানিয়েছেন, দাবি পূরণ না হলে আন্দোলন অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]