দেশজুড়ে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে, সবাইকে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের

আপলোড সময় : ২১-১২-২০২৫ ০৯:৪৪:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১২-২০২৫ ০৯:৪৪:৪৮ অপরাহ্ন

দেশের বর্তমান পরিস্থিতিতে অস্থিতিশীলতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে উল্লেখ করে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সামনের দিনগুলো সহজ নয় এবং দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হচ্ছে। রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে নির্মিত ‘ডিজিটাল স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনকালে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান জোর দিয়ে বলেন, জনগণের ভোটাধিকার ও শান্তি প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল শহীদদের প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন সম্ভব।
 

সম্প্রতি নিহত ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদিকে স্মরণ করে তারেক রহমান বলেন, ওসমান হাদি গণতন্ত্র ও ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন বলেই নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তিনি আরও উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানের শহীদ এবং ১৯৭১ সালের বীর সন্তানদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে 'করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ' স্লোগানকে সামনে রেখে বিএনপি রাষ্ট্র সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদাহরণ টেনে তিনি বলেন, ধ্বংসস্তূপ থেকে দেশ গড়া এবং বৈদেশিক কর্মসংস্থানের পথ প্রশস্ত করার যে ধারা জিয়াউর রহমান শুরু করেছিলেন, বিএনপি সেই আদর্শে অনুপ্রাণিত হয়েই আগামীর বাংলাদেশ সাজাবে।
 

বক্তব্যের শেষ পর্যায়ে তারেক রহমান বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, স্বৈরাচারের হাত থেকে মুক্ত হওয়া রাষ্ট্রকে নতুনভাবে সাজাতে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও শান্তি নিশ্চিত করাই হবে দলের প্রধান লক্ষ্য। বিশেষ করে তরুণ ও নারী সমাজকে রাষ্ট্র পরিচালনার মূলধারায় গুরুত্ব দেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমানসহ সাবেক সংসদ সদস্য ও স্থানীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]