মিথ্যা মামলা প্রমাণিত: মানিকগঞ্জে সাবেক স্বামীর বিরুদ্ধে অভিযোগ করায় নারী কারাগারে

আপলোড সময় : ২১-১২-২০২৫ ০৮:৫৪:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১২-২০২৫ ১১:৪৪:১৯ অপরাহ্ন

মানিকগঞ্জে সাবেক স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ প্রমাণিত হওয়ায় এক নারীকে এক দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২১ ডিসেম্বর) উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি শেষে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুন হাসান খান এই আদেশ দেন। অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় মামলাটি খারিজের পাশাপাশি বাদীকে তাৎক্ষণিকভাবে জেলা কারাগারে পাঠানো হয়।
 

আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত নারীর নাম শারমিন আক্তার শিলা। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তেবারিয়া গ্রামের বাসিন্দা। মামলার আসামি ছিলেন তার সাবেক স্বামী মোহাম্মদ শহীদ হোসেন, যিনি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার মানড়া গ্রামের বাসিন্দা।
 

আসামিপক্ষের আইনজীবী আদালতে জানান, চলতি বছরের ১৭ নভেম্বর উভয় পক্ষের সম্মতিতে শারমিন ও শহীদের মধ্যে খোলা তালাক সম্পন্ন হয়। তালাকের সময় কাবিনের অর্থসহ যাবতীয় দেনা-পাওনা বাবদ মোট ১৪ লাখ টাকা নগদ পরিশোধ করা হয়। তবে তালাকের বিষয়টি গোপন রেখে দুই দিন পর, ১৯ নভেম্বর, শারমিন আক্তার তার সাবেক স্বামীর বিরুদ্ধে যৌতুক সংক্রান্ত মামলা দায়ের করেন।
 

শুনানিকালে আসামিপক্ষ আদালতে তালাকনামা ও একটি ভিডিও প্রমাণ হিসেবে উপস্থাপন করে, যেখানে দেনা-পাওনা পরিশোধের বিষয়টি স্পষ্টভাবে উঠে আসে। বিচারক প্রমাণাদি যাচাই করে বাদীর অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যা বলে উল্লেখ করেন।
 

আদালতের রায়ে মামলাটি খারিজ করা হয় এবং মিথ্যা মামলা দায়েরের দায়ে বাদী শারমিন আক্তার শিলাকে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণার পর তাকে জেলা হাজতে পাঠানো হয়।
 

এ বিষয়ে আদালতে দেওয়া বক্তব্যে সাবেক স্বামী মোহাম্মদ শহীদ হোসেন বলেন, পারিবারিক অশান্তির কারণে তাদের দাম্পত্য সম্পর্ক টেকেনি এবং উভয়ের সম্মতিতেই বিচ্ছেদ হয়। তালাকের সময় সব আর্থিক দায় পরিশোধ করা হয়েছিল। তবুও পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তাদের একটি কন্যাসন্তান রয়েছে, যাকে মাতামহের বাড়িতে রাখার বিষয়ে তিনি আপত্তি করেননি বলেও আদালতকে জানান।
 

অন্যদিকে, আদালতে দেওয়া বক্তব্যে শারমিন আক্তার শিলা স্বীকার করেন যে তিনি কাবিনের অর্থ পেয়েছিলেন। তবে দাবি করেন, এর আগে চাকরি সংক্রান্ত বিষয়ে তার কাছ থেকে অর্থ নেওয়া হয়েছিল বলেই তিনি মামলা করেছিলেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]