ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের বাংলাদেশ ভবনের গেটে উগ্র আচরণ ও হুমকির ঘটনা ঘটেছে। শনিবার রাতে কয়েকজন ভারতীয় নাগরিক সেখানে জড়ো হয়ে চিৎকার-চেঁচামেচি করেন এবং বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনারের বিরুদ্ধে হুমকিমূলক স্লোগান দেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ সংবাদমাধ্যমকে জানান, শনিবার রাতে তিনটি গাড়িতে করে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ভবনের মূল গেটের সামনে এসে অবস্থান নেয়। তারা কিছুক্ষণ ধরে উচ্চস্বরে স্লোগান দেন যেগুলো ছিল বাংলা ও হিন্দি ভাষায়।
এ সময় ‘হিন্দুদের নিরাপত্তা দিতে হবে’ এবং ‘হাইকমিশনারকে ধরো’—এ ধরনের উত্তেজনাপূর্ণ স্লোগান শোনা যায় বলে জানান তিনি। পরে তারা মূল ফটকের সামনে আরও কিছুক্ষণ অবস্থান করে সেখান থেকে সরে যায়।
প্রেস মিনিস্টার আরও বলেন, ঘটনাকালে কোনো ধরনের শারীরিক হামলা, ভাঙচুর বা বস্তু নিক্ষেপের ঘটনা ঘটেনি।