আলবেনিয়ায় ৫০০০ এআই ক্যামেরা বসাচ্ছে আরব আমিরাত: নজরদারি নাকি ব্যক্তি স্বাধীনতায় হানা?

আপলোড সময় : ২১-১২-২০২৫ ১১:৩৪:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-১২-২০২৫ ১১:৩৪:১১ পূর্বাহ্ন
সংযুক্ত আরব আমিরাতের (UAE) কারিগরি ও আর্থিক সহায়তায় দেশজুড়ে উচ্চপ্রযুক্তির এক বিশাল নজরদারি নেটওয়ার্ক গড়ে তোলার কাজ শুরু করেছে আলবেনিয়া। “স্মার্ট সিটি আলবেনিয়া” নামক এই কর্মসূচির আওতায় দেশটির প্রধান ২০টি শহরে ৫ হাজারেরও বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চালিত অত্যাধুনিক ক্যামেরা স্থাপন করা হবে। আলবেনিয়া সরকার দাবি করছে, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এই আধুনিক প্রযুক্তির প্রয়োগ ঘটানো হচ্ছে। তবে ব্যক্তিগত গোপনীয়তা ও মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কায় এই প্রকল্প নিয়ে ইতোমধ্যে দেশটিতে বিতর্কের ঝড় উঠেছে।
 
আলবেনিয়ার প্রধানমন্ত্রী এই নতুন নজরদারি ব্যবস্থাকে রূপক অর্থে একটি “ম্যাজিক আই” বা জাদুকরী চোখ হিসেবে অভিহিত করেছেন। প্রকল্প উদ্বোধনের সময় তিনি জানান, এই এআই সিস্টেম একই সময়ে দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে নজর রাখতে সক্ষম হবে এবং প্রয়োজনীয় সব তথ্য দ্রুত সংগ্রহ করবে। অপরাধীদের প্রতি কড়া সতর্কবার্তা দিয়ে তিনি কৌতুকপূর্ণ স্বরে বলেন, এই আধুনিক ‘চোখ’ এড়িয়ে অপরাধ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে; অপরাধের পরিকল্পনা করলে তাদের হয়তো এখন থেকে ‘বোরকা’ পরে নিজেদের আড়াল করতে হবে।
 
প্রযুক্তিগত উৎকর্ষের আড়ালে এই প্রজেক্টটি নিয়ে আলবেনিয়ার মানবাধিকার কর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, ৫ হাজার এআই ক্যামেরা স্থাপনের এই উদ্যোগ মূলত একটি ‘গণ-নজরদারি’ (Mass Surveillance) ব্যবস্থায় রূপ নিতে পারে। তারা আশঙ্কা করছেন, এর ফলে সাধারণ নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে এবং এই বিশাল তথ্য ভাণ্ডারের অপব্যবহার হওয়ার ঝুঁকি তৈরি হবে। অপরাধ দমনের দোহাই দিয়ে নাগরিকদের ব্যক্তিস্বাধীনতাকে অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ করার এই বৈশ্বিক প্রবণতা নিয়ে আন্তর্জাতিক মহলেও সমালোচনা চলছে। 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]