সাবেক সাংসদ সদস্যের মামলায় বিএনপি নেতা গ্রেফতার

আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ১১:০৪:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ১১:০৪:১১ অপরাহ্ন
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী এ কে আজাদের বাড়িতে চড়াও হয়ে তাকে হুমকির অভিযোগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার (৭ জুলাই) সন্ধ্যার দিকে এ তথ্যটি নিশ্চিত করেছে পুলিশ। গ্রেফতার হওয়া বিএনপি নেতার নাম মির্জা প্রিন্স আলি (৪৫)। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দল ফরিদপুর জেলার সভাপতি। বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল আজম বলেন, মির্জা আলি নামে একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। সে মামলার মামলার ১১ নম্বর আসামি। এ বিষয়ে মির্জা প্রিন্স আলীর মেজো ভাই মির্জা আব্দুল মান্নান বলেন, আজ (সোমবার) সন্ধ্যার দিকে ডিবি পুলিশের একটি দল তার সঙ্গে কথা আছে বলে মির্জা প্রিন্স আলীকে তুলে নিয়ে গেছেন। এর আগে শুক্রবার দিনগত রাত ১২টা ০৫ মিনিটে (৫জুলাই) এ কে আজাদের পক্ষে মামলাটি দায়ের করা হয়। এ কে আজাদের বাড়িতে চড়াও এবং তাকে হুমকি দেওয়ার অভিযোগ এনে ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজসহ (৫৫) বিএনপির ১৬ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এ মামলা করেন হামীম গ্রুপের ল্যান্ড হেড কর্মকর্তা মোহাম্মদ রাফিজুল খান। এতে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]