হাদির কবরে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়: ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তার কড়াকড়ি

আপলোড সময় : ২১-১২-২০২৫ ১২:০৮:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-১২-২০২৫ ১২:০৮:৫৫ পূর্বাহ্ন
বিপ্লবী শরিফ ওসমান হাদিকে শেষ বিদায় জানানোর পরও তার প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা কমছে না। আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় দাফন সম্পন্ন হওয়ার পর থেকে গভীর রাত পর্যন্ত সেখানে মানুষের ঢল লক্ষ্য করা গেছে। সন্ধ্যা গড়িয়ে রাত নামলেও জাতীয় কবির সমাধিসৌধের পাশে হাদির কবরে জিয়ারত করতে আসা শোকার্ত মানুষের ভিড় কমেনি। কেউ নীরবে মোনাজাত করছেন, আবার কেউবা অশ্রুসিক্ত চোখে দূর থেকে দাঁড়িয়ে এই তরুণ যোদ্ধাকে শেষবারের মতো দেখছেন।
 
দাফন পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিকেল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। তবে সন্ধ্যার পর শাহবাগ ও টিএসসি এলাকা থেকে ব্যারিকেড প্রত্যাহার করে নিয়েছে পুলিশ। কবরস্থানের সামনের নিরাপত্তা বেষ্টনীও কিছুটা শিথিল করা হয়েছে যাতে সাধারণ মানুষ বাইরে থেকে দোয়া করতে পারেন। তবুও অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং পবিত্রতা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গেট ও প্রবেশপথে এখনো সতর্ক অবস্থানে রয়েছেন।
 
নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাতের বেলা কবরস্থানের ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সাধারণ মানুষ কেবল বাইরের ফটক থেকে দোয়া ও মোনাজাত করতে পারছেন। নিরাপত্তার স্বার্থে পুরো এলাকাটিতে সারা রাত পুলিশি টহল ও প্রহরা অব্যাহত থাকবে। পরিস্থিতি বিবেচনায় আগামীকালও এই এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হতে পারে বলে দায়িত্বরত কর্মকর্তারা জানিয়েছেন।
 
উল্লেখ্য, আজ দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। লাখো মানুষের সেই বিশাল জানাজায় ইমামতি করেন হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। জুলাই অভ্যুত্থানের এই সম্মুখ সেনানীকে চিরনিদ্রায় শায়িত করার মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলনের এক শোকাতুর অধ্যায়ের সমাপ্তি ঘটল। তবে তার কবরে সাধারণ মানুষের এই নিরন্তর আসা-যাওয়া প্রমাণ করে যে, তিনি কেবল এক সংগঠন বা মঞ্চের মুখপাত্র ছিলেন না, বরং হয়ে উঠেছেন এক জাতীয় আবেগের নাম।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]