তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ছাত্রদলের জরুরি সভা আহ্বান

আপলোড সময় : ২০-১২-২০২৫ ০৯:১৩:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১২-২০২৫ ০৯:১৩:৪৪ অপরাহ্ন

আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ব্যাপক প্রস্তুতির লক্ষ্যে জরুরি সাংগঠনিক সভা ডেকেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর নয়াপল্টনস্থ ভাসানী ভবনের তৃতীয় তলায় এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সভায় কেন্দ্রীয় সংসদের সকল পর্যায়ের নেতাদের উপস্থিত থাকার জন্য ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বিশেষ নির্দেশনা প্রদান করেছেন।
 

দীর্ঘ দেড় দশক পর তারেক রহমানের দেশে ফেরার দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং বিমানবন্দরে বিশাল জনসমাগম নিশ্চিত করতে ছাত্রদল এই সাংগঠনিক তৎপরতা শুরু করেছে। প্রথম ধাপের সভার পর বিকেল সাড়ে চারটায় একই স্থানে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। এই দ্বিতীয় সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ ঢাকার প্রধান কলেজসমূহ এবং মহানগরের বিভিন্ন ইউনিটের শীর্ষ স্থানীয় ‘সুপার ফাইভ’ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
 

বিশেষ এই সাংগঠনিক সভায় ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম ইউনিটের পাশাপাশি গাজীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলা শাখার শীর্ষ নেতাদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানকে সুশৃঙ্খল ও উৎসবমুখর করতে বিভাগভিত্তিক দায়িত্ব বণ্টন এবং কৌশল নির্ধারণই এই জরুরি সভার মূল লক্ষ্য।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]