চাঁপাইনবাবগঞ্জে পুলিশ ফাঁড়িতে হামলা ও অগ্নিসংযোগ: ৩০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৯

আপলোড সময় : ২০-১২-২০২৫ ০৭:৪১:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১২-২০২৫ ০৭:৪৫:১০ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুকে কেন্দ্র করে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার বিকেলে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাকিল আহমেদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে এই মামলাটি দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি স্থাপনায় হামলা ও লুটপাটের অভিযোগে করা এই মামলায় নামধারী ও অজ্ঞাতসহ মোট ৩০০ জনকে আসামি করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
 
​ঘটনার সূত্রপাত ঘটে গত শুক্রবার বিকেলে, যখন চাঁপাইনবাবগঞ্জ শহরের সার্কিট হাউস মোড় এলাকায় পুলিশি তল্লাশি এড়াতে গিয়ে একটি মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে। এতে মোটরসাইকেল আরোহী রিফাত আলী ও সোহাগ আহমেদ নিহত হন। স্থানীয়দের অভিযোগ ছিল, পুলিশের ধাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। এই খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা শহরের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা স্থানীয় পুলিশ বক্স ও ফাঁড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ ও মালামাল লুটপাটের মতো ঘটনা ঘটে।
 
​পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই রাতেই পুলিশকে সহায়তা করতে মাঠে নামে সেনাবাহিনী ও বিজিবি। তাদের তৎপরতায় বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার ঘটনাটি পরিকল্পিত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করার কাজ চলছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত এই ঘটনায় জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]