কমেছে সার্বিক ও খাদ্য মূল্যস্ফীতি: জুনে নতুন তথ্য জানাল বিবিএস

আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৮:৫৩:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৮:৫৩:১৬ অপরাহ্ন
গত জুন মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি ও খাদ্য মূল্যস্ফীতি উভয়ই কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সোমবার (৭ জুলাই) সংস্থাটি এই তথ্য প্রকাশ করে।
 
বিবিএসের তথ্যানুযায়ী, জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৫৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৮ শতাংশে, যা মে মাসে ছিল ৯ দশমিক ০৫ শতাংশ। একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি ১ দশমিক ২০ শতাংশ কমে হয়েছে ৭ দশমিক ৩৯ শতাংশ, যা মে মাসে ছিল ৮ দশমিক ৫৯ শতাংশ।
 
এছাড়া খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও অল্প পরিমাণে কমেছে। মে মাসে যা ছিল ৯ দশমিক ৪২ শতাংশ, জুনে তা কমে ৯ দশমিক ৩৭ শতাংশে দাঁড়িয়েছে।
 
গ্রামাঞ্চলে জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ৪৬ শতাংশ (কমেছে ০.৫৯ শতাংশ), খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ১৪ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৭২ শতাংশ।
 
অন্যদিকে শহরাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ৯৪ শতাংশ (কমেছে ০.৫৬ শতাংশ), খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ৯৯ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৫৪ শতাংশে নেমে এসেছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]