শহীদ হাদির জানাজায় ঢল নামার সম্ভাবনা: শনিবার সংসদ এলাকায় ট্রাফিক নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

আপলোড সময় : ১৯-১২-২০২৫ ১১:৩৫:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১২-২০২৫ ১১:৩৫:০৩ অপরাহ্ন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজা উপলক্ষে আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর সংসদ ভবন এলাকায় বিশাল জনসমাগমের প্রস্তুতি চলছে। বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় আগত মানুষের নিরাপত্তা ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে মানিক মিয়া এভিনিউসহ আশপাশের এলাকায় যানবাহন চলাচল সীমিত করার ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিশেষ করে খেজুর বাগান ক্রসিং হতে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। এই সময়ে নগরবাসীকে বিকল্প পথ ব্যবহারের পাশাপাশি জানাজায় ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
 
ডিএমপির নির্দেশনা অনুযায়ী, মিরপুর রোড থেকে ফার্মগেট অভিমুখী যানবাহনগুলো গণভবন ক্রসিং হয়ে লেক রোড ও উড়োজাহাজ ক্রসিং দিয়ে বিজয় সরণি হয়ে যাতায়াত করবে। ফার্মগেট থেকে যারা মানিক মিয়া এভিনিউ বা ইন্দিরা রোড হয়ে ধানমন্ডি যেতে চান, তাদের খেজুর বাগান ক্রসিং থেকে বিজয় সরণি ও লেক রোড ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া আসাদগেট ও ধানমন্ডি ২৭ থেকে আসা যানবাহনগুলো গণভবন ক্রসিং ও লেক রোড হয়ে চলাচল করবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী চালকদের জানাজা চলাকালীন ফার্মগেট এক্সিট র‍্যাম্পের বদলে এফডিসি (হাতিরঝিল) র‍্যাম্প ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে। ট্রাফিক জট এড়াতে ও নিরাপত্তা রক্ষায় জানাজা ও দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলো এড়িয়ে চলতে ডিএমপি এই বিশেষ নির্দেশনা জারি করেছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]