সূচকের বড় উত্থানে সপ্তাহ শুরু পুঁজিবাজারে, ডিএসইতে লেনদেন বেড়েছে, সিএসইতে কমেছে

আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৮:৩৯:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৮:৩৯:৫৭ অপরাহ্ন
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচকের বড় উত্থান দেখা গেছে। সোমবার (৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে, তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।
 
ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়ে দাঁড়িয়েছে ৪,৯৭৬.১৬ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ৩৬.৮৮ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১৫.৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১,৮৭৩ ও ১,০৮১.১৮ পয়েন্টে। লেনদেন হয়েছে ৫৭৩ কোটি ৪৬ লাখ টাকার, যা আগের কার্যদিবসের তুলনায় ৬৭ কোটি ২৮ লাখ টাকা বেশি।
 
এদিন ডিএসইতে ৩৯৬ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ২৭৮টির দাম বেড়েছে, কমেছে ৭৩টির, অপরিবর্তিত রয়েছে ৪৫টির।
 
অন্যদিকে, সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ১৮৪.১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩,৮১২.২০ পয়েন্টে। সিএসসিএক্স, সিএসই-৫০, সিএসআই ও সিএসই-৩০ সূচকেও উত্থান হয়েছে। তবে লেনদেন কমে দাঁড়িয়েছে ৪ কোটি ৬৬ লাখ টাকায়, যা আগের কার্যদিবসের তুলনায় ১৬ কোটি ৭৯ লাখ টাকা কম।
 
সিএসইতে ২২৮টি কোম্পানির শেয়ার ও ফান্ড লেনদেন হয়। এর মধ্যে ১৫৪টির দাম বেড়েছে, কমেছে ৪৭টির এবং ২৭টির কোনো পরিবর্তন হয়নি।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]