শাহবাগের কর্মসূচি স্থগিত, বিকেলে বাংলামোটরে বিক্ষোভের ঘোষণা এনসিপির

আপলোড সময় : ১৯-১২-২০২৫ ০৪:০২:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১২-২০২৫ ০৪:০২:৩১ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে জুমার নামাজের পর শাহবাগে ঘোষিত অবস্থান কর্মসূচি স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পরিস্থিতি বিবেচনায় দলটি বিকেল ৪টায় বাংলামোটরে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
 

শুক্রবার দুপুর ২টা ৩৩ মিনিটে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এর আগে জুমার নামাজের পূর্বে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামও তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে কর্মসূচি সংক্রান্ত তথ্য শেয়ার করেন।
 

বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষাপটে যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে। দলটির দাবি, কিছু গোষ্ঠী সহিংসতা ও নাশকতা সৃষ্টির পরিকল্পনা করতে পারে, যা গণআন্দোলনের পরিবেশকে ভিন্ন খাতে প্রবাহিত করার আশঙ্কা তৈরি করছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে দূরে থাকতে এবং জনসাধারণের ক্ষোভকে সহিংসতার দিকে ঠেলে না দেওয়ার আহ্বান জানানো হয়।
 

এনসিপি আরও জানায়, সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ঢাকায় জুমার পর শাহবাগে অবস্থান কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে। এর পরিবর্তে বিকেল ৪টায় বাংলামোটর থেকে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করা হবে, যেখানে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো হবে।
 

বিজ্ঞপ্তিতে দলটির নেতাকর্মী ও সমর্থকদের নির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]