দীর্ঘ ১৮ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় বড় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে দলটি। এ উপলক্ষে সারা দেশ থেকে আসতে থাকা নেতাকর্মী ও সমর্থকদের যাতায়াত সহজ করতে সাতটি রুটে বিশেষ ট্রেন বা অতিরিক্ত বগি চালুর অনুমতি চেয়ে রেল মন্ত্রণালয়ে আবেদন করেছে বিএনপি।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রেল মন্ত্রণালয়ে এ সংক্রান্ত লিখিত আবেদন জমা দেন। দলীয় সূত্রে জানানো হয়, তারেক রহমানের আগমনকে ঘিরে ২৫ ডিসেম্বর রাজধানীতে উল্লেখযোগ্য জনসমাগমের সম্ভাবনা রয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়েছে, তারেক রহমানের ‘ঐতিহাসিক প্রত্যাবর্তন’ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক মানুষ ঢাকায় আসবেন। তাদের যাতায়াত নির্বিঘ্ন করতে ২৪ ডিসেম্বর দিবাগত রাতে একাধিক রুটে ট্রেন রিজার্ভ করার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুসরণ করে নির্ধারিত ভাড়া পরিশোধ করা হবে বলেও চিঠিতে জানানো হয়।
বিএনপি যে রুটগুলোতে স্পেশাল ট্রেন বা অতিরিক্ত বগি চালুর আবেদন জানিয়েছে, সেগুলো হলো—কক্সবাজার-ঢাকা, সিলেট-ঢাকা, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা, টাঙ্গাইল-ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা, পঞ্চগড়-নীলফামারী-পার্বতীপুর-ঢাকা এবং কুড়িগ্রাম-রংপুর-ঢাকা। এসব রুটে ট্রেন চলাচলের অনুমতি দিতে রেল মন্ত্রণালয়ের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে দলটি।
এ বিষয়ে রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি। তবে আবেদনটি পর্যালোচনার প্রক্রিয়ায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।